"তোমার প্রিয় শিক্ষক" অনুচ্ছেদ রচনা


তোমার প্রিয় শিক্ষক

আমি সৌভাগ্যবান যে আমার শিক্ষাজীবনে বেশকিছু ভালো শিক্ষকের কাছ থেকে শিক্ষা লাভ করতে পেরেছি। সকল শিক্ষকের প্রতি আমি শ্রদ্ধাশীল। মাত্র একজন শিক্ষককে বাছাই করা আসলেই কঠিন। তবে আমার জীবনে গভীরভাবে ছাপ ফেলেছে যে শিক্ষক গুলো তাদের মাঝে অন্যতম মোঃ রকিবুল ইসলাম। তিনি ছিলেন ছাত্রদের প্রতি সর্বদা আন্তরিক এবং সকলকে সাহায্য করতে উৎসাহী। তিনি খুব সহজে নানা কৌশল আমাদের পড়াতেন। গণিত বিষয়টিতে তিনি আমাদের এত উৎসাহ এবং দক্ষতা নিয়ে পড়িয়েছেন যে, তার সকল ছাত্ররা তার কাছে চির মুগ্ধ থাকবে। একইসঙ্গে তিনি ছিলেন সৎ চরিত্রের সহজ সরল, জীবনে বিশ্বাসী মানুষ , যাকে দেখে ছাত্ররা নীতিবান হতে উৎসাহী হত। তিনি এমন একজন শিক্ষক ছিলেন, যিনি  আমাদের সকলের মন জয় করতে পেরেছিলেন। আমার জীবনের প্রতিটি সময়ই  শ্রদ্ধা নিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন ।

2 comments:

Theme images by ranplett. Powered by Blogger.