"মুসা ইব্রাহীম" অনুচ্ছেদ রচনা



মুসা ইব্রাহীম

মুসা ইব্রাহীম ১৯৭৯ সালে বাংলাদেশের বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশী পর্বতারোহী এবং সাংবাদিক। তিনি ব্র্যাক উনিভার্সিটির ছাত্র ছিলেন। তিনিই সর্বপ্রথম বাংলাদেশী হিসেবে সমুদ্রতল থেকে ৮,৮৪৮ মাইটার (২৯,০২৯ ফুট) উঁচু মাউন্ট এভারেস্ট জয় করেছেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত অনুযায়ী তিনি ২০১০ সালের মে মাসের ২৩ তারিখে বাংলাদেশের সময় ভোর ৫ টা ৫ মিনিটে এভারেস্ট শৃঙ্খ জয় করেন। ঈশ্বরী পাড়ওয়ালকে উদ্ধৃত কাঠমান্ডুতে বাংলাদেশের উপ-মিশন এর প্রধান নাসরিন জাহান, মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের তথ্য নিশ্চিত করেন। তিনিই সর্ব প্রথম বাংলাদেশী এভারেস্ট জয়ী হিসেবে ওমর হয়ে থাকবেন সারা জীবন। 

2 comments:

Theme images by ranplett. Powered by Blogger.